আগামীর নীলফামারী গড়তে শাহরিন ইসলাম তুহিন-এর নতুন পদক্ষেপ
নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী-২ (সদর) আসনে নির্বাচনী উত্তাপ ও আধুনিক প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের প্রার্থী এবং বিএনপি নেতা শাহরিন ইসলাম তুহিন-এর আনুষ্ঠানিক ওয়েবসাইট (www.shahrinislamtuhin.com) উদ্বোধন করা হয়েছে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ ভোটার ও তরুণ প্রজন্মের কাছে নিজের পরিকল্পনা ও উন্নয়ন ইশতেহার পৌঁছে দিতে চান।
ডিজিটাল প্ল্যাটফর্মে নির্বাচনী ইশতেহার
উদ্বোধন হওয়া ওয়েবসাইটে শাহরিন ইসলাম তুহিন তার রাজনৈতিক দর্শন এবং এলাকার উন্নয়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরেছেন। তার ইশতেহারে প্রধান গুরুত্ব পেয়েছে। কর্মসংস্থান ও তরুণ উন্নয়ন নীলফামারীর শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরি শিক্ষার প্রসার।
কৃষি ও কৃষকবান্ধব নীতি, উত্তরবঙ্গের কৃষি অর্থনীতিকে চাঙ্গা করতে আধুনিক সেচ ব্যবস্থা এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ অবকাঠামো ও স্বাস্থ্যসেবা, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা হাতের নাগালে আনা। সুশাসন ও নিরাপত্তা, এলাকায় সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়।
তৃণমূলের মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপনের উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এখানে ভোটাররা সরাসরি তাদের অভিযোগ বা পরামর্শ জানাতে পারবেন। সাইটটিতে তুহিন সাহেবের রাজনৈতিক জীবনের ইতিহাস, বর্তমান সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে সাজানো হয়েছে।
ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, বর্তমান যুগে মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। শাহরিন ইসলাম তুহিন এই আধুনিক চিন্তার মধ্য দিয়েই নীলফামারীর মানুষের আস্থা অর্জন করছেন। প্রচারণায় ‘ধানের শীষে ভোট দিন’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজপথ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে শাহরিন ইসলাম তুহিন নীলফামারী-২ আসনকে একটি আধুনিক, স্মার্ট ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। ধানের শীষের প্রতীকে লড়াইয়ের মাধ্যমে তিনি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেছেন।
শাহরিন ইসলাম তুহিনের এই ডিজিটাল যাত্রা নীলফামারীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সাধারণ মানুষের আশা, ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে এলাকার ভাগ্য পরিবর্তনে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন।