কুমিল্লায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয় ইংলিশ ভার্শনের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। ১ম থেকে ৩য় শ্রেনী পর্যন্ত ১৩৫জন শিক্ষার্থী এই ভার্সনে পাঠ্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার লাকসামে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংলিশ ভার্সনের পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ; গ্রাম হবে শহর; ডিজিটাল বাংলাদেশ একে অপরের পরিপূরক। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যে যত বেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে সে ততো বেশি নিজেকে এগিয়ে নিবে। আগামীর বিশ্বে নেতৃত্বের জন্য বাংলা ভাষার সাথে সাথে ইংরেজিতে পারদর্শী হতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, লাকসাম উপজেলা চেয়ারম্যান মোঃ ইউসুফ ভূইয়া, পৌর মেয়র মোঃ আবুল খায়ের।