আবু বাককার সুজন, বাগমারা
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আগামী এক বছরের মধ্যে বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামকে ‘আমার গ্রাম, আমার শহরে’ উন্নীত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় দুইশ কোটি টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক কাজ বাস্তাবায়ন করা হবে। গতকাল শনিবার বিকেলে বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে এবং পানিয়া নরদাশ ডিগ্রি কলেজ ক্যাম্পাশ চত্বরে আয়োজিত বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধিভাতা প্রাপ্ত এবং উপকারভোগী নারী-পুরুষদের নিয়ে পৃথকভাবে অনুষ্ঠিত দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি এনামুল হক বলেন, সোনাডাঙ্গা গ্রামকে ‘আমার গ্রাম, আমার শহরে’ উন্নীত করার জন্য উপজেলা সদরের সঙ্গে এই গ্রামের সরাসরি সংযোগ সৃষ্টির জন্য চারলেন বিশিষ্ট একটি পাকাসড়ক নির্মাণসহ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামটিকে শহরের আদলে প্রতিষ্ঠিত করার জন্য এই গ্রামে একটি দৈনন্দিন বাজারসহ একটি শিশু পার্ক ও একটি মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুক,ু সহসভাপতি এ্যাডভোকেট আফতাব উদ্দিন আবুল, যুগ্নসম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ও হামিরকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।