আজহারুল ইসলামের মুক্তিতে বগুড়ায় জামায়াতের শুকরিয়া দোয়া ও ইয়াতিমদের খাবার বিতরণ

বগুরা প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় মহান আল্লাহর রহমত কামনা করে বগুড়া শহর ও জেলা জামায়াতের উদ্যোগে বাদ আসর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে শুকরিয়া দোয়া এবং দুপুরে শেখ ফরিদ ইয়াতিম খানায় দোয়া ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, মাওলানা আব্দুল হাকিম সরকার, শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ বেগ, এ্যাডভোকেট শাহীন মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, শ্রমিক নেতা আজগর আলী, নিজাম উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ। খাবার গ্রহণ পূর্বে ইয়াতিমদের নিয়ে দোয়া করেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন। খবর বিজ্ঞপ্তির।

আরো দেখুনঃ