বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কুমিল্লায় আসছেন আজ। কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কুমিল্লা জেলা পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার দুপুর দুইটার পুলিশ লাইনস্ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।