পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি বিদ্যালয়ে গোপনে নিয়োগ পরীক্ষা নিতে গেলে বিষয়টি জানতে পেরে বিক্ষোভ মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশী ও স্থানীয়রা। এদিকে একই সময় হামলার শিকার হয়েছেন আকতারুল ইসলাম নামে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, আটোয়ারী উপজেলার রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের তিনটি পদে পরীক্ষা নিতে গিয়ে বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ে থেকে বেশ কিছু দূরে এ ঘটনা ঘটে। একই সময় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ও চাকরি প্রত্যাশীরা পরীক্ষার হলরুমে প্রবেশ করে নিয়োগ পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
চাকরি প্রত্যাশী বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যালয়ের আয়া, পরিচ্ছন্নকর্মী ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় চাকরি দেয়ার নামে গত কয়েক মাস আগে শিক্ষক আকতারুল ইসলাম ঘুষ বাবদ বিভিন্ন অঙ্কে বিভিন্ন জনের কাছে ৮ লক্ষ টাকা নেয়। এদিকে চাকরি না দিয়ে বুধবার গোপনে নিয়োগ পরীক্ষা নিতে গেলে চাকরি প্রত্যাশীদের তোপের মুখে পড়ে পরীক্ষা স্থগিত করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুল ইসলাম বলেন, আমি নিয়ম মেনে বিদ্যালয়ে পরীক্ষা নিতে যাচ্ছিলাম। এর মাঝে যাওয়ার পথে আবুল, আব্বাসসহ কয়েকজন আমার উপর হামলা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর পর সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আমাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠান।
অপরদিকে, স্থানীয় এলাকাবাসী মনোয়ারা বেগন ও সিমু আকতার বলেন, আমাদের চাকরি দিবে বলে আস্বাস দিয়েছিলেন প্রধান শিক্ষক আকতারুল ইসলাম। এদিকে চাকরি দেয়ার নামে বিভিন্ন অঙ্কে আমাদের কাছে টাকা দাবী করলে আমরা টাকা দেই। কিন্তু টাকা নেয়ার পরেও আমাদের চাকরি না দিয়ে গোপনে অন্যজনকে চাকরি দেয়ার জন্য পরীক্ষা নিতে গেলে আমরা তা জানতে পেরে বিদ্যালয়ে যাই। এবং আমাদের দেয়া টাকা ফেরত চাইলে শিক্ষক তালবাহানা শুরু করলে বিদ্যালয় মাঠে আমরা বিক্ষোভ মানববন্ধন করি।
এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে ঘুষ নেয়ার বিষয়ে অবগত করে বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য লিখিত অভিযোগ করেছি বিক্ষোভকারী স্থানীয়রা।
তবে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খয়রুল ইসলাম বলেন, আমরা সুষ্ঠু ভাবে নিয়োগ পরীক্ষা নিচ্ছিলাম। আমাদের এই পরীক্ষায় যারা উর্তীর্ণ হবে তাদের আমরা নির্বাচীত করতাম। এর মাঝে এমন ঘটনা ঘটে বিদ্যালয়ে। বর্তমানে ওই শিক্ষকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরএইচি/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com