আদা কেবল রান্নার স্বাদ বাড়ায় না, স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা নিরাময়েও দারুণ উপকারী। আদার অ্যান্টি-অক্সিডেন্ট গুণাবলী শরীরের প্রদাহ কমাতে কার্যকর। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই মশলা। এর পাশাপাশি খুশকি সারাতেও ভালো কাজ করে আদা। খুশকি চুল পড়ার অন্যতম কারণ।
আদার রসে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। যে কারণে এটি স্ক্যাল্প ইনফেকশন সারাতে পারে এবং মাথার ত্বক সুস্থ রাখে। চুল পড়াও রোধ হয়। দেখে নিন, খুশকি সারাতে কী ভাবে ব্যবহার করবেন আদা।
আদার রস অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক গুণ সমৃদ্ধ আদা খুশকি তাড়াতে দারুণ কার্যকর। এটি স্ক্যাল্পে রক্তসঞ্চালনও বাড়ায়। আদার রস মাথার ত্বকে ভালো ভাবে লাগিয়ে নিন। এ ছাড়া, আপনি চাইলে লেবুর রসের সঙ্গেও আদার রস মিশিয়ে লাগাতে পারেন।
আদার শ্যাম্পু:
সালফেট-মুক্ত শ্যাম্পুতে এক চামচ আদার রস মিশিয়ে, তা দিয়ে শ্যাম্পু করুন। এই শ্যাম্পু শুধুমাত্র খুশকিই সারাবে না, পাশাপাশি ধুলো-ময়লা থেকেও চুল পরিষ্কার করবে।
আদার রস মেশানো তেল:
আদা মিশ্রিত তেল খুশকি দূর করতে অত্যন্ত উপকারি। নারকেল তেলের সঙ্গে আদা মিশিয়ে মাথায় লাগান। এই তেল অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। নিয়মিত এই তেল ব্যবহার করলে খুশকি থেকে মুক্তি মিলবে।
আদার পানি:
আপেল সাইডার ভিনেগার এবং চালের পানির সঙ্গে আদা মিশিয়ে মাথায় লাগান। খুশকির চিকিৎসায় দারুণ কার্যকর এই মিশ্রণ। এই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এতে চুলের জেল্লা ফিরবে, পাশাপাশি খুশকিও সারবে। হেয়ার মাস্ক হেয়ার মাস্ক চুলে আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে ক্ষতি হওয়া থেকে বাঁচায়। হেয়ার মাস্কে আদার রস মিশিয়ে মাথায় লাগান। এই মিশ্রণ ভিতর থেকে চুল ও স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং খুশকিও সারায়।
ফরহাদ/অননিউজ