বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামের হাতুড়ি নান্টু বাহিনীর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক গরীব কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে।
হাতুড়ি নান্টু বাহিনীর প্রধান নান্টু শাহর নেতৃত্বে ১৫-২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বৃহস্পতিবার সকালে ওই কৃষকের জমি দখল করে ইট দ্বারা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে।
জানা গেছে, গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামের কৃষক রিয়াজ উদ্দিনের স্ত্রী দেলোয়ারা বেগমের ক্রয়সূত্রে প্রাপ্ত ৩১ শতক জমি নিয়ে একই গ্রামের হাতুড়ি বাহিনীর প্রধান নান্টু শাহ ও তার ভাই শাহিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এই বিরোধের জেরে থানা ও আদালতে তিনটি মামলাও চলমান রয়েছে। কয়েক দিন আগে হাতুড়ি বাহিনীর প্রধান নান্টু শাহ ওই জমিতে জোর করে প্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয় লোকজন ও পুলিশ বাঁধা দিতে তা বন্ধ হয়ে যায়।
এরপর আদালতে রিয়াজ উদ্দিনের এক আবেদনের প্রেক্ষিতে ওই জমি নিয়ে বিরোধের জেরে থানা ও আদালতে তিনটি মামলা চলমান থাকায় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
কিন্তু আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে হাতুড়ি বাহিনীর প্রধান নান্টু শাহ ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী ভাড়া এনে এলাকায় আতংক সৃষ্টি করে এবং ওই জমিতে ইট দ্বারা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। এ সময় থানাকে অবহিত করা হলেও পুলিশ আসেনি বলে কৃষক রিয়াজ উদ্দিন অভিযোগ করেন।
এ বিষয়ে থানার ওসি তৈহিদুল ইসলাম বলেন- ওই বিরোধপূর্ণ জমিতে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আদালতের নির্দেশ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।