আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে বাগমারার শিকদারি বাজারে মোন্তাজ আলী নামে এক কৃষককে কুপিয়ে আহত করেছে বাদী পক্ষের লোকজন। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। জানা গেছে, হামিরকুৎসা ইউনিয়নের দক্ষিন মাঝগ্রামের নীলচান প্রামানিকের ছেলে লুৎফর রহমান ও একই গ্রামের আহসান উল্লাহর ছেলে কৃষক মোন্তাজ আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। বুধবার ওই মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় শিকদারি বাজারের তিন মাথার মোড়ের পাশের মামলার বাদি লুৎফর রহমানের নেতৃত্বে এলাকার ৫-৬ জন চিহ্নিত সন্ত্রাসী কৃষক মোন্তাজ আলীকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে মাথা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুত্বর আহত করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কৃষকের উপর হামলার ঘটনায় শুক্রবার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
শান্ত/অননিউজ