আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী ব্যাপক শোডাউন এবং গণসংযোগ করেছেন বরুড়ার ১৩নং আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান লিমন।
বুধবার (২৭ অক্টোবর) আদ্রা ইউনিয়নের সাপলোলা, পেরপেটি, নলুয়া, মনোহরপুর, নোয়াগাঁওসহ বেশ কয়েকটি গ্রামে শোডাউন এবং গণসংযোগ করা হয়। আদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান লিমনের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের কয়েকশ নেতাকর্মী ওই গণসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগের অংশ হিসেবে শ'খানেক মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন নেতাকর্মীরা।
গণসংযোগের ফাঁকে বরুড়া উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম ফরম সংগ্রহ করেন রাকিবুল হাসান লিমন। দলীয় মনোনয়ন না পেলেও জনপ্রিয়তার তুঙ্গে থাকা রাকিবুল হাসান লিমন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আঃ করিমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ, উদ্দীপনাশ বেশ ফুরফুরে মেজাজে থাকা রাকিবুল হাসান লিমন জানান, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।