নড়াইলে অনুষ্ঠিত আন্তঃ জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় নড়াইল জেলা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া রানার্স আপ হয়েছে মাগুরা জেলা দল। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক নড়াইল সহ মাগুরা, ঝিনাইদহ ও পটুয়াখালী জেলা দল অংশ গ্রহন করে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার ভলিবল পরিষদের আয়োজনে রবিবার বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ভলিবল মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলায় নড়াইল জেলা দল ২-০ সেটে মাগুরা জেলা দলকে পরাজিত করে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ভলিবল পরিষদের সভাপতি প্রকৌশলী মানিক কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ জালাল মুুকুল, নারী নেত্রী রাবেয়া ইউসুফ প্রমুখ।
এফআর/অননিউজ