যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, পরিকল্পিত নীলনকশায় বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত জোরেশোরে চলছে। সরকারকে ব্যর্থ প্রমাণ করতে এ চক্রান্ত করা হচ্ছে।
শনিবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, সরকারকে ব্যর্থ প্রমাণের পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যেন সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারায়। দেশের জনগণকে বিভ্রান্ত করতে সুশীল সমাজের একটি অংশ এখন তৎপর। এক-এগারোর কুশীলবরা এ নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছেন।
তিনি বলেন, ধারাবাহিকভাবে ২০০৮ সালের পর দেশে গণতন্ত্র অব্যাহত রয়েছে। কিছু প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু গণমাধ্যম নগ্নভাবে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ। চক্রান্তকারীরা দেশটাকে ঝুঁকিপূর্ণ, সংকটময় ও রাষ্ট্রকে ব্যর্থ দেখানোর জন্য মরিয়া হয়ে উঠেছে।
এ সময় আরও বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, হাবিব হাসান এমপি, সুভাষ চন্দ্র হাওলাদার প্রমুখ।
শান্ত/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com