আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ২৮ জন
অনলাইন ডেস্ক।।
দ্বাদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির আরও ২৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এসময়ে আবেদন নামঞ্জুর হয়েছে ২৬ জনের।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি শুরু হয়। আজ ১০০ টি আবেদনের শুনানি হবে।
নির্বাচন কমিশন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার আপিল শুনানি করছেন। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আজ বেলা ১টা পর্যন্ত ৫৯টি আবেদনের শুনানি হয়েছে। এতে ২৮ প্রার্থীর পক্ষে রায় এসেছে।
এর আগে গতকাল রোববার থেকে শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি। এদিন শুনানিতে ৯৪ জনের মধ্যে প্রার্থিতা ফেরত পেয়েছেন ৫৬ জন। প্রার্থিতা নামঞ্জুর হয়েছে ৩২ জনের। অপেক্ষায় রাখা হয়েছে ৬ জন আবেদনকারীকে।
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন আপিল শুনে সিদ্ধান্ত দেবে। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।
সূত্রঃ একুশে টিভি
আরএইচ/অননিউজ