আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল দেশটিতে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত।
চারদিন আগে ভূমিকম্প আঘাত হানা আফগানিস্তানের হেরাট এলাকা আবারও কেঁপে উঠলো। ভয়াবহ ওই ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একের পর এক ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা। এরইমাঝে চলছে উদ্ধার কাজ।
ভূমিকম্পের কেন্দ্রস্থল জান্দেহজান জেলায় বহু বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তালেবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত হয়েছে ২১ গ্রামে হাজারের বেশি মানুষ। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মানুষের হাহাকারে ভারি গোটা এলাকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত অনেক মানুষ খোলা জায়গায় মানবেতর জীবন যাপন করছেন। দেখা দিয়েছে কম্বল, খাবার ও অন্যান্য সামগ্রীর ঘাটতি।
এফআর/অননিউজ