আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক বিমানবন্দরে রোববার এক বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার৷ এই ঘটনায় অনেকে আহতও হয়েছেন৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর জানান, রোববার স্থানীয় সময় ভোরে সামরিক স্থাপনাটির প্রবেশপথে বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হওয়ার কথা বললেও নির্দিষ্ট কোনো সংখ্যা তিনি জানাননি৷
সেনাবাহিনীর বিমানবন্দরটি রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ মিটার দূরে অবস্থিত৷ এর কাছে রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ও৷ গত অক্টোবরে একই স্থানে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত হন৷
স্থানীয়রা জানান, রোবাবার ভোররাতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা৷ বিস্ফোরণের পর ঘটনাস্থলটিকে নিরাপত্তাবাহিনী ঘিরে রেখেছে বলে জানা গেছে৷ এই ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি৷
২০২১ সালের আগস্ট মাসে তালেবানের ক্ষমতা দখলের পর দেশটিতে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ কয়েকটির দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট৷