আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫০

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানের পূর্বাঞ্চল কুনার প্রদেশে গভীর রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৫০০ জন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। এর উৎপত্তি জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার।

স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের নানগারহারের আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেন, “দুঃখজনকভাবে পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলিত হয়ে উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন। ইতোমধ্যে কেন্দ্রীয় ও আশপাশের প্রদেশগুলো থেকে সহায়ক দল ঘটনাস্থলে পৌঁছেছে।

মুজাহিদ আরও বলেন, জীবন রক্ষায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে।

সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ