চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাতে থানার কেসিদে রোড সাউদিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটকদের মধ্যে পাঁচজন নারী ও সাতজন পুরুষ রয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অর্ডিন্যান্সের ৭৬ ধারায় প্রসিকিউশন দাখিল করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে অসামাজিক কার্যকলাপের ঘটনায় ১৮টি হোটেলের লাইসেন্স বাতিল করার জন্য জেলা প্রশাসকের (ডিসি) কাছে আবেদন করেছেন ওসি জাহিদুল কবির।
লাইসেন্স বাতিলের আবেদন জানানো হোটেলগুলো হলো- হোটেল সিলভার ইন, হোটেল হিলটাউন আবাসিক, হোটেল গেইটওয়ে আবাসিক, হোটেল মেট্রো ইন, হোটেল গেস্ট ইন, ইকবাল বোডিং, হোটেল গণি আবাসিক, হোটেল ঢাকা আবাসিক, হোটেল ক্যামেলিয়া সাবেক হোটেল সম্রাট, হোটেল নেভাল আবাসিক, হোটেল কর্ণফুলী আবাসিক, হোটেল মুসলিম আবাসিক, হোটেল বিরাজ, হোটেল দরবার আবাসিক, হোটেল আদর আবাসিক, হোটেল লুসাই ইন, হোটেল সাউদিয়া ও হোটেল এস নাইট সাবেক সুপার গেস্ট হাউস।