দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই জন চাচাতো ভাই। বুধবার সকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত আবির ইসলাম(৬)ওই বাড়ির আমান উল্লাহ’র ছেলে এবং রাফি হাসান(৬) ফুল মিয়ার ছেলে। নিহত আবির’র বাবা আমান উল্লাহ জানান, সকালে নাস্তা খেয়ে আবির ও নাহিদ এক সাথে খেলতে বের হয়। বাড়িতে দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া না পেয়ে আশ-পাশে খুঁজতে গিয়ে বাড়ির পাশের পুকুর ঘাটে ওদের মরদেহ নজরে আসে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খাদেমুল বাহার আবেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি শুনতে পেয়েছি। শিশু দুটির পরিবারের কেউ আমাদের মৌখিক বা লিখিত ভাবে কিছু অবগত করেনি।
এফআর/অননিউজ