বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের এর কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় শাহ মুজিবুল হককে সংর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শুভেচ্ছা কথন, আড্ডা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
গতকাল রাতে নগরীর কান্দিরপাড় একটি রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানে আয়োজন করে কুমিল্লা অঞ্চলের আবৃত্তি দলসমূহ।
সংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর নির্বাহী সদস্য মোঃ আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের এর কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য ও বিমূর্ত আবৃত্তি সংগঠনের সভাপতি শাহ মুজিবুল হক।
বিমূর্ত আবৃত্তি সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন , প্রাবন্ধিক শাহীন শাহ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাধারন সম্পাদক নাগরিক টেলিভিশন ও আজকের পত্রিকার দেলোয়ার হোসাইন আকাইদ, এখন টিভির কুমিল্লা ব্যুারো প্রধান খালিদ সাইফুল্লাহ, মাছরাঙ্গা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল, জাগরনী টিভির আশিকুর আশিক, বিমূর্ত আবৃত্তি সংগঠনের সহ-সভাপতি রাশেদ হাসান, ধ্বনি চিত্র বিনির্মান পাঠশালার সভাপতি সুমাইয়া আফরিন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার এর সভাপতি পৃথুল দাস,বাংলা সংস্কৃতি বলয় এর যুগ্ম মহাসচিব এস এ এম আল মামুন, সূর্যশিখা সংগঠক নেলী দত্ত, সংগীত শিল্পী কমল চন্দ্র দাস,গার্ডেন থিয়েটার এর খায়রুল বাশার বাঁধন, প্রজন্ম শিল্পসাহিত্য কেন্দ্র পরিচালক তুহিন আহমেদ প্রজন্ম, বাংলাদেশ গ্রাম থিয়েটার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এজহারুল হক মিজান, বাচিক বিকাশ কেন্দ্র এর সভাপতি রাইয়ানুল জান্নাত রোজা ও সাংগঠনিক সম্পাদক হূরে জান্নাত আলো, রঙ্গতুলি ফাউণ্ডেশন এর প্রতিষ্ঠতা সাইফ বাবুসহ অন্যরা।