আব্দুল্লাহপুরের ফুটবল টুর্নামেন্ট দেবিদ্বারে স্মরণীয় হয়ে থাকবে; মাসুম সরকার
নিজস্ব প্রতিবেদক :

জুলাই শহীদের স্মরণে আয়োজিত কুমিল্লার দেবিদ্বারে আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথির বক্তব্যে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মো. মাসুম সরকার বলেছেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতা, নেতৃত্ব এবং দেশপ্রেম অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাসুুম সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্য, সুশৃঙ্খল জীবন, এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এর ভূমিকা তুলে ধরা যায়। এছাড়াও, খেলাধুলা তরুণ প্রজন্মকে বিপথে যাওয়া থেকে রক্ষা করে এবং তাদের মেধা বিকাশে সাহায্য করে।
মাসুম আরো বলেন, এই আব্দুল্লাহপুর গ্রাম দেবিদ্বারের একটি ঐতিহ্যবাহী গ্রাম। এ গ্রামে জুলাই শহীদের স্মরণে গ্রামাবাসি এমন একটি এখার আয়োজন করবে তা স্মরনীয় হয়ে থাকবে। আমি আয়োজকদের স্বাগত জানাই। এবং আমি চাই প্রতি বছর যেন এই খেলার আয়োজন হয়।
আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ খেলাটি সম্পন্ন হয়। খেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতি ও টান টান উত্তেজনা বিরাজ করে। এ খেলায় সভাপতিত্ব করনে আব্দুল্লাহপুর গ্রামের হারুন আর রশীদ। এছাড়াও খেলায় বিভিন্ন শ্রেনীর পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
jn