নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়নের টেমদী গ্রামে পবিত্র ঈঁদ-উল-ফিতর উপলক্ষ্যে স্বল্প আয়ের শ্রমজীবি মানুষদের মাঝে ঈঁদের উপহার সামগ্রী বিতরন করেছেন।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে আব্দুল কাদির ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বর্ণা ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবুল কাসেম খোকন ও আবুল হোসেন প্রায় ৩০০০ হাজার পরিবারের মাঝে এ ঈঁদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈঁদ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ।
এসময় উপস্থিত ছিলেন, স্বর্ণা ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবুল কাসেম খোকন, আব্দুল কাদির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সনমান্দি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি হাজী আবুল হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য সানোয়ার আক্তার, মোঃ সুমন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।