বরগুনার আমতলী পুরাকাটা ফেরিঘাটের ফেরি পরিচালনায় নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমতলী পুরাকাটা ফেরি পরিচালনার জন্য সরকারী ৭ জন স্টাফের পদ থাকলেও আছে ৩জন।এ সুযোগে সুপাভাইজারের দায়িত্বে থাকা এস
এম রাশেদুল হাসান রুবেলের সহযোগিতায় বহিরাগত ৩জন লোক কাজ করছেন বলে
অভিযোগ পাওয়া গেছে।সুপার ভাইজারের সহযোগিতায় সায়েম ও মনির খালাসী ও মো. নুরুল হক ড্রাইভারের কাজ করেন।
বহিরাগত লোকজন ঠিকমত সেবা দিচ্ছেন না ফেরিপারের যাত্রীদের ।তারা খেয়াল খুশিমত ফেরি সার্ভিস চালাচ্ছেনা বলেন একাধিক ব্যক্তি জানান।এমনকি সুপার ভাইজার এস এম রাশেদুল হাসান রুবেল আমতলী ঘাটে আসেনা সে বরগুনা বসেই ফেরি পরিচালনা করেন বলেন সংশ্লিষ্টরা জানান।অভিযোগ রয়েছে সুপারভাইজার তার ইচ্ছামত ফেরিপরিচালনা করছেন।এতে দিন দিন জনভোগান্তি বাড়ছে।
খালাসীর দায়িত্বে থাকা মো. সায়েম বলেন, সুপারভাইজার এস এম রাশেদুল হাসানের তত্বাবধানে আমরা তিনজন কাজ করছি।
এবিষয় সুপার ভাইজার এস এম রাশেদুল হাসান রুবেল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
এবিষয় বরগুনার সওজ নির্বাহী প্রকৌশলী সম্ভু তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নাই খোজ খবর নিয়ে এধরনের কাজ হলে ব্যবস্থা নেয়া হবে।