ভারতের মোকামে পেয়াজের লোডিং বন্ধ থাকায় আমদানি কমের অজুহাতে আবারো দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারীতে পেয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪টাকা করে। দুদিন আগেও বন্দরে যেখানে প্রতিকেজি ইন্দোর জাতের পেয়াজ ৩০টাকা বিক্রি হলেও এখন তা বেড়ে ৩৩থেকে ৩৪টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নগর জাতের পেয়াজ ৩৪টাকা বিক্রি হলেও তা বেড়ে ৩৬টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেয়াজ কিনতে আসা পাইকারসহ নিন্ম আয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সনাতন হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপুজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ভারতের পেয়াজের মোকামগুলোতে বুধবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত চারদিন পেয়াজের লোডিং বন্ধ ছিল। এখন যেসব ট্রাক লোডিং অবস্থায় ছিল শুধুমাত্র সেগুলো আসছে এর কারনে বন্দর দিয়ে পেয়াজের আমদানি আগের তুলনায় কমেছে যার ফলে চাহীদার তুলনায় পণ্যটির সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। তবে আজ রবিবার থেকে ভারতের মোকামে আবারো পেয়াজের লোডিং শুরু হবে এর ফলে আগামী মঙ্গলবার ও বুধবার বন্দর দিয়ে পেয়াজের আমদানি স্বাভাবিক হয়ে আসবে এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ স্বাভাবিক হলে পেয়াজের দাম কমে আসবে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেয়াজের আমদানি অব্যাহত থাকলেও আমদানি আগের তুলনায় কিছুটা কমেছে।গত বৃহস্পতিবার যেখানে বন্দর দিয়ে ১৩টি ট্রাকে ৩৬৯টন পেয়াজ আমদানি হয়েছিল সেখানে গতকাল শনিবার বন্দর দিয়ে ৭টি ট্রাকে ১৮২টন পেয়াজ আমদানি হয়েছে। আমদানিকৃত এসব পেয়াজ খালাস করে নিয়েছেন আমদানিকারকরা। আজো বন্দর দিয়ে পেয়াজ আমদানি অব্যাহত রয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।