আমার ওপর তদন্তের হামলা চালানো হয়েছে : ট্রাম্প
অনলাইন ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার ওপর তদন্তের হামলা চালানো হয়েছে। ডেমোক্র্যাটসরা (জো বাইডেনের দল) আমার ক্যাম্পেইনের ওপর নজরদারি চালিয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে ফ্লোরিডার মার-এ-লাগোয় নিজ সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এর আগে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘মুখ বন্ধ রাখতে’ স্টরমি ড্যানিয়েলস নামের এক পর্ন তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া সংক্রান্ত মামলায় হাজিরা দিতে মঙ্গলবার নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে উপস্থিত হন ট্রাম্প। তবে আদালতের কাছে নিজের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সবগুলোই অস্বীকার করেছেন তিনি।
ট্রাম্প বলেন, একমাত্র অপরাধ আমি যেটি করেছি, সেটি হলো যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় তাদের কাছ থেকে দেশকে নির্ভয়ে রক্ষা করেছি। নিউইয়র্কের ম্যানহাটন আদালতের জেলা অ্যাটর্নি আলভিন ব্রাগকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আলভিন ব্রাগ একজন ক্রিমিনাল। তার বিচার হওয়া উচিত অথবা তার পদত্যাগ করা উচিত। আমার বিরুদ্ধে আনা অভিযোগের তথ্যগুলো মিডিয়ায় ফাঁস করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বলেন, জেলা অ্যাটর্নির অফিসের একটি ওয়েবপেইজও ছিল। যারা আমার বিরোধী ছিলেন তারা সেখানে বৈঠক করতেন।
ফরহাদ/অননিউজ