আমি শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান
অনলাইন ডেস্ক।।

গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যজীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দেওয়া এই দম্পতি চলতি বছরের শুরুতেই আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দেওয়া এক বক্তব্যে তাহসান বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। বেশ কয়েক মাস ধরেই আমরা আলাদা আছি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
এই বক্তব্য প্রকাশের পর থেকেই যেন ফোনকল আর বার্তার বন্যা! সংবাদমাধ্যম, ভক্ত, শুভাকাঙ্ক্ষী—সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে তাহসান। এমন পরিস্থিতিতে বেশ বিরক্ত ও মানসিকভাবে ক্লান্ত এই শিল্পী। তিনি বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ের শেষভাগ থেকেই তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে শুরু হয় নানা আলোচনা–সমালোচনা। ‘দ্বিতীয় বিয়েও কেন ভাঙল’—এই প্রশ্নে উত্তাল হয়ে ওঠে নেটদুনিয়া।
এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে তাহসান খানের ফেসবুক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। গত দুই বছরে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাঁকে। মাসে দু–একটি পোস্টে সীমাবদ্ধ ছিল উপস্থিতি, তাও মূলত কাজের খবর ঘিরে।
অবশেষে গত বছর একেবারেই ফেসবুক ছেড়ে দেন তাহসান। সে সময় নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেছিলেন, ‘দীর্ঘদিন তো ফেসবুক ব্যবহার করলাম। এটা এমন কিছু না যে ব্যবহার করতেই হবে। এখন মনে হচ্ছে, এটা হয়তো আমার জন্য ভালো কিছু না। বিভিন্ন সময় ফেসবুকে আমাদের নিয়ে নানা গুজব, মিথ্যা ঘটনা ছড়ানো হয়। একবার হাসপাতালে গেলে একজন অভিনন্দন জানালেন—আমি নাকি বাবা হয়েছি! এসব ভুয়া খবর নিয়ে লিখে বেড়ানো তো আমার কাজ না। এসব বিষয় অনেক সময় একধরনের মানসিক ট্রমার মধ্যেও নিয়ে যায়।’
সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় তাহসান খান। নাটকে অভিনয়ের মাধ্যমে তাঁর জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়। চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
সূত্রঃindependent tv
আই/অননিউজ২৪।।