পঞ্চগড়ে আয়োডিনযুক্ত লবন ব্যবহারের হার বাড়ানোর পাশাপাশি এর আইন ও সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে "বুদ্ধিদীপ্ত থাকতে চাই আয়োডিনযুক্ত লবণ খাই" এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউজের হলরুমে এ সভা অনুষ্টিত হয়।
এতে উত্তরাঞ্চলের এ জনপদের মানুষকে আয়োডিনমুক্ত খোলা লবন ব্যবহার কমানোর পাশাপাশি প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবন ব্যবহারে সকলকে সচেতন করা হয়। এসময় আয়োডিনের বিভিন্ন ক্ষতি ও সুফল নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান, পরিচালক কাজি মাহবুবুর রশিদ, আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, সহকারী পরিচালক সারোয়ার হোসেন পঞ্চগড় বিসিকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, নাসিব সভাপতি মো. সাইফুল্লাহসহ উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।
এর আগে বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমানকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন বিসিকের পঞ্চগড়ের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।
এফআর/অননিউজ