দখলিকৃত পশ্চিম তীরের জেনিনে ফের তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছেন আরও পাঁচজন।
ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ৮ মার্চ পশ্চিম তীরের জেনিন শহরে ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
চলতি বছর ইসরায়েলি সেনাদের গুলিতে ৮৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছর ১৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরায়েলি সেনারা।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল।
শান্ত/অননিউজ