ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ দল আর্সেনালকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শিরোপা লড়াইয়ের নিয়ন্ত্রণ হাতেই রাখলো সিটিজেনরা। আক্রমনাত্মক ফুটবলে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে সিটিজেনরা। গোল পেতেও দেরি হয়নি তাদের। ৭ মিনিটে দলকে লিড এনে দেন কেভিন ডি-ব্রুইনা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান জন স্টোন।
বিরতির পরেও ছন্নছাড়া ভাব কাটিয়ে উঠতে পারেনি আর্সেনাল। ৫৪ মিনিটে নিজের জোড়া পূর্ণ করে দলকে ৩-০তে এগিয়ে দেন ডি-ব্রুইনা। ৮৬ মিনিটে এক গোল শোধ দিলেও ইনজুরি সময়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বড় জয় এনে দেন আর্লিং হ্যালন্ড। ৩৩ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে থাকলেও দুই ম্যাচ কম খেলে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে ম্যানচেস্টার সিটি।
ফরহাদ/অননিউজ