সৌদি প্রো লিগে টানা তৃতীয় জয় তুলে নিলো আল নাসর। আল হাজমকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। আর পেশাদার ক্যারিয়ারের ৮৫০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন পর্তুগিজ তারকা। এ জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে আছে আল নাসর।
ম্যাচের শুরু থেকে এদিন প্রতিপক্ষকে চাপে রাখলেও গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট পর্যন্ত। শুরুটা করেন আবদুল রহমান। রোনালদোর বানিয়ে দেওয়া বলে প্লেসিং শটে নাসরকে লিড এনে দেন সৌদি এই উইঙ্গার। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ায় আল নাসর। কর্নার থেকে উড়ে আসা বলে আব্দুল্লাহ আল-খাইবারি তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় আল নাসর।
বিরতির পর আক্রমণের ধার আরো বাড়ায় দলটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আল-হাজম এক গোল শোধ দেয়। দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন মুহাম্মেদ বাদামোসি। ৫৭ মিনিটে অটাভিওর গোলে এগিয়ে যায় নাসর। এরপর গোলের দেখা পান পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ডি-বক্সে গারিবের বাড়ানো বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা।
এতে ব্যক্তিগত ৮৫০তম গোলের মাইলফলক পূর্ণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে দলের পাঁচ নম্বর গোলটি আসে সেনেগাল ফরোয়ার্ড সাডিও মানের পা থেকে।
এই জয়ে পয়েন্ট টেবিলে আল-নাসরের অবস্থান ছয়ে, শীর্ষে আছে নেইমার জুনিয়রের দল আল-হিলাল।
এফআর/অননিউজ