ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব -১৪।
বুধবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের বিশেষ অভিযানে ৫শ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়ার দূর্গাপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। এসময় মাদক ব্যবসায়ীর ব্যবহৃত একটি জিপ গাড়ী জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।