কুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা মো. বিল্লাল হোসেন গতকাল ২০ নভেম্বর তার নিজ কার্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে এক মত বিনিময় সভা সম্পন্ন করেন ।
বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. আবদুছ ছালাম খন্দকারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা মো. বাছির মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন ষোলনল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মো. ফরিদ উদ্দীন, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আ: মালেক, ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মো. জয়নাল আবেদীন, শহীদ উল্লাহ এবং দলিল লেখক সহ ওই ইউনিয়নের অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।
উক্ত মতবিনিময় সভায় ষোলনল ইউনিয়নের মুক্তিযোদ্ধারা সর্বসম্মতিক্রমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ঐক্যমতবিল্লাল করেন। পরে নেতৃবৃন্দরা এক ফটো সেশনে মিলিত হন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।