আসন্ন সিরিজকে সহজ মানতে নারাজ তাসকিন
আফগানিস্তানের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এবার সাদা বলের সিরিজে চোখ বাংলাদেশের। তবে আসন্ন এই সিরিজকে সহজভাবে দেখছেন না টাইগার পেসার তাসকিন আহমেদ।
সোমবার (১৯ জুন) একটি করপোরেট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা জানান টাইগারদের পেস আক্রমণের প্রধান এই তারকা।
তাসকিনের ভাষায়, অবশ্যই চ্যালেঞ্জিং হবে, সহজ হবে না। আর টেস্টের আগে থেকেই সবাই প্রস্তুতি নিচ্ছিল। বুধবার (২১ জুন) থেকে অনুশীলন শুরু হচ্ছে আবার। সবমিলিয়ে সবারই প্রস্তুতি ভালো থাকবে। আমরাও ভালো কিছুর ব্যাপারে আশাবাদী। তবে নিশ্চিত, এটি সহজ হবে না।
এ সময় পুরো দলকে নিয়ে প্রত্যাশার কথাও ব্যক্ত করলেন অভিজ্ঞ এই পেসার। তার (তাসকিন) দাবি, শেষ ম্যাচটা আসলে অতীত হয়ে গেছে। পরের ম্যাচটা আবার শুরু হবে প্রথম বল থেকে। সাধারণত চট্টগ্রামে বেশ স্পোর্টিং ও ব্যাটিং বান্ধব উইকেট হয়ে থাকে। পেসাররা উন্নতি করছে। কিন্তু তবুও নতুন করে শুরু করতে হবে; ওই ম্যাচটার জন্য নির্দিষ্ট করে।
এশিয়া ও বিশ্বকাপের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তাসকিন আরও যোগ করেন, সেরাটা দিয়ে ফল বের করে আনতে হবে। আমরা সবাই আশাবাদী, এভাবে উন্নতির ধারাবাহিকতা থাকলে সামনে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে। সবকিছু পর্যায়ক্রমে তৈরি হবে। ভালো কিছু হবে ইনশাল্লাহ।
এফআর/অননিউজ