সোনাগাজী (ফেনী)প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ফেনী-৩ আসনের সোনাগাজীতে আ.লীগ ও জামায়াতের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ঈদের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করেছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ.লীগ ও জামায়াতের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলা। প্রচারে ফেনী-৩ আসনের সর্বস্তরের জনগণের কথা উল্লেখ করে ব্যানার ফেস্টুন সাঁটানো হলেও সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে কেউ কেউ নিজ বাড়িতে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন আবার কেউ কেউ বিভিন্ন হাটে-বাজারে গাড়ি বহর নিয়ে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। বর্তমান সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ঈদ ঢাকায় করলেও শুভেচ্ছা জানিয়ে রঙিন পোস্টার ছাপিয়ে দেয়ালে দেয়ালে লাগিয়েছেন। সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ গাড়ি বহর নিয়ে ঈদের পর ও দ্বিতীয় দিনব্যাপী গাড়ি বহর নিয়ে সোনাগাজী ও দাগনভূঞায় সাধারণ মানুষদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। বায়রার সভাপতি আবুল বাশার নেতাকর্মীদের সাথে নিয়ে সোনাগাজী ও দাগনভূঞায় সাধারণ মানুষদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন। সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যড. রফিকুল ইসলাম খোকন বিভিন্ন হাটে-বাজারে সাধারণ মানুষদে সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন নিজ বাড়িতে ঈদের পরদিন মধ্যাহ্নভোজ এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন হাটে-বাজারে সাধারণ মানুষদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেডএম কামরুল আনাম ঈদের পরদিন নিজ বাড়িতে মধ্যাহ্নভোজ, দ্বিতীয় দিন সাধারণ মানুষদের সঙ্গে এবং তৃতীয় দিন সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনও সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন হাটে-বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক শ্রমজীবী ও গরিব মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং ঈদের পর ও দ্বিতীয়দিন মোটরসাইকেল বহর নিয়ে সোনাগাজীর বিভিন্ন হাটে-বাজারে সাধারণ মানুষদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত এ উপজেলায় বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের কোন নির্বাচনী প্রার্থীতার কোন আগাম বার্তা কেউ দেননি। এছাড়াও সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা আ.লীগ ও জামায়াতের প্রার্থীদের মত নিজেদের আগাম দৌঁড়ঝাপ দেননি। একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাই যেন নিশ্চুপ আর আন্দোলনের প্রহর গুণছেন। সাধারণ নেতাকর্মীরা নিজেদের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন।
এসকেডি/অননিউজ