আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, সরকারের খাজাঞ্চি (কোষাগার) খালি হয়ে গেছে। তাই সবখান থেকে ঋণ নিচ্ছে। ব্যাংকের টাকা এবং রিজার্ভ থেকে টাকা চুরি করছে।
তিনি বলেন, জাতীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চুরির পর তারা এখন সুপ্রিম কোর্টেও ভোট চুরি করছে। তাদের (আওয়ামী লীগ) লক্ষ্যই চুরি করা। এদের পেশা এবং নেশাই চুরি। বিএনপির এই নেতা বলেন, আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছি। যারা মানুষকে মর্যাদা দেয় না, ইতিহাসকে স্বীকৃতি দেয় না এবং দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সংবিধান ও ন্যায়বিচারে বিশ্বাস করে না।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশে এখন দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাসসহ সবকিছুর দাম বেশি। বাংলাদেশে শতকরা ৪২ জন মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। শতকরা ৮০ শতাংশ মানুষ আমিষ খেতে পারে না।
তিনি বলেন, দেশের মানুষ জেগে উঠেছে। আন্দোলনের মধ্য দিয়ে তারা এদের পরাজিত করবে এবং জনগণের সরকার নিয়ে আসবে।
শান্ত/অননিউজ