কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সাজেদা আক্তার মায়ার নিজস্ব অর্থায়নে অসহায় মানুষদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে দেবিদ্বারের এলাহবাদ ইউনিয়নে আ. লীগ নেতৃর নিজ বাড়িতে এসব বিতরণ করা হয়।
এতে শিক্ষাবিদ আবদুল সামাদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত আওয়ামীলীগ নেতা এম হুমায়ুন মাহমুদের স্ত্রী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নৌকার মনোনয়ণ প্রত্যাশী সাজেদা আক্তার মায়া।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারির কারণে দিনমজুর শ্রমিক নিম্ন আয়ের মানুষেরা অসহায় হয়ে পড়েছে। আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে পাশে দাঁড়ানো। ধন্যবাদ জানাই এম হুমায়ন মাহমুদের স্ত্রী সাজেদা আক্তার মায়াকে এমন উদ্যোগ নেওয়ার জন্য। সাধারণ মানুষ তার এই উপহার পেয়ে অনেক আনন্দিত ও আবেগআপ্লুত হয়েছে।
শান্ত/অননিউজ