প্রথম দিকে কিছুটা দেখেশুনেই ব্যাটিং করছিল ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। চার ওভারে মাত্র চারটি বাউন্ডারি হাঁকাতে পেরেছিল সফরকারীরা। কিন্তু যখন হাত খুলে ব্যাটিং করতে গিয়েছিল ইংলিশরা, ঠিক তখনই উইকেটের সহজ সুযোগ এসেছিল স্বাগতিক শিবিরে। তবে নাসুম আহমেদের ওভারে জোড়া ক্যাচ মিসে ইংল্যান্ড উড়ন্ত সূচনা পেয়ে যায়। এরপর ইনিংসের দশম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮০ রান করেছে ইংল্যান্ড। ওপেনার ফিল সল্ট ৩৫ বলে ৩৮ রান করে বিদায় নিলেও অধিনায়ক জস বাটলার ২৫ বলে ৩৭ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন।
আজ (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারে স্পিন, পরের দুই ওভারে পেস—এভাবে শুরু করেছেন সাকিব। নাসুম আহমেদের পর আনা হয়েছে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। প্রতি ওভারেই এসেছে একটি করে চার। ফিল সল্ট মেরেছেন দুটি, জস বাটলার একটি। যদিও তৃতীয় ওভারে মাত্র ৫ রান দিয়েছেন মোস্তাফিজ। ইংল্যান্ড ৩ ওভারে ২৩/০। প্রথম বলে চার মেরেছিলেন ফিল সল্ট, তবে পরের চার বলে তিনটি সিঙ্গেল দিয়েছিলেন মোস্তাফিজ। আরেকটি ভালো ওভারের শেষটা অবশ্য ভালো হলো না। টেনে লং অন দিয়ে তাতে ছক্কা মেরেছেন জস বাটলার, ইনিংসের প্রথম ছক্কা সেটি। পাওয়ারপ্লের ১ ওভার বাকি থাকতে ইংল্যান্ড তুলেছে বিনা উইকেটে ৪৪ রান।
ষষ্ঠ ওভারের প্রথম বলে ফিল সল্ট বোলার নাসুমের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে বাঁহাতি এই স্পিনার নিচু হয়ে হাত লাগালেও সেই ক্যাচ লুফে নিতে পারেননি। একই ওভারে ইংলিশ অধিনায়ক বাটলারও ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু বেশ উঁচু হয়ে আসা বল টাইগার দলপতি সাকিবও তা ফেলে দেন। ফলে ছয় ওভার শেষে বিনা উইকেটে ৫১ রান করেছে সফরকারীরা। পাওয়ারপ্লের পর ২.৫ ওভারে ইংল্যান্ড তুলতে পেরেছিল ১১ রান, সাকিব ও নাসুমের আঁটসাঁট বোলিংয়ে। নবম ওভারের শেষ বলে অবশ্য সাকিবকে লং অন দিয়ে ছক্কা মেরেছেন বাটলার। ইনিংসে ইংল্যান্ড অধিনায়কের এটি দ্বিতীয় ছক্কা। পরের ওভারে নাসুমের ওপর চড়াও হয়েছিলেন দুই ওপেনার। রিভার্স সুইপে বাটলারের চারের পর সোজা সাইটস্ক্রিন বরাবর সল্ট মেরেছেন ছক্কা। তবে শেষ বলে গিয়ে প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, তাতে অবশ্য ইংলিশ ওপেনার রিভিউ নেন সঙ্গে সঙ্গেই। তবে আল্ট্রা-এজ নিশ্চিত করেছে, ব্যাটের নিচের দিকে লেগেছে বল। সল্ট ফিরেছেন ৩৫ বলে ৩৮ রান করে। ইংল্যান্ড দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারিয়েছে দলীয় ৮০ রানে।
শান্ত/অননিউজ