সোনারগাঁ প্রতিনিধি।।
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে মেঘনা নদীর তীরবর্তী ইউনিক গ্রুপ নামের একটি শিল্প প্রতিষ্ঠানের হাত থেকে কৃষকদের কয়েকশত একর ফসলী জমি রক্ষা ও প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
১৬ অক্টোবর সোমবার দুপুরে ৭ গ্রামের শতশত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যক্তি মালিকানাধীন ইউনিক গ্রুপ (নূর আলী) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর, ভাটিবন্দর, রতনপুর, জৈনপুর ও কান্দারগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক-শো একর কৃষি জমিতে স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে জোড়পূর্বক বালু ভরাট করেছে। শিল্প প্রতিষ্ঠানের হাত থেকে ফসলী জমি রক্ষা ও অবৈধভাবে জোড়পূর্বক বালু ভরাটের প্রতিবাদে ৭ গ্রামের শতশত নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেছে।
ভুক্তভোগী কৃষক ও বিক্ষোভ কারীরা জানান, শতশত কৃষকের বেচে থাকার এক মাত্র অবলম্বন তাদের ফসলী জমি। বিগত দশবছর ধরে ভূমি দস্যুরা এ জমিগুলো জোড়পূর্বক ভরাট করে দখলে রেখেছে। এখন আমাদের পরিবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। প্রতিষ্ঠানটির আগ্রাসন থেকে কৃষি জমি রক্ষা করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
এ বিষয়ে ইউনিক গ্রুপের কাজের সঙ্গে জড়িত সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ বলেন, এখানে কোন ফসলী জমি নেই। আমরা কোম্পানি থেকে কাশফুল-গাছ কাটার দায়িত্ব পেয়েছি। আমাদের কাজে বাধা দিতে পরিকল্পিতভাবে মোশাররফ মেম্বারের নেতৃত্বে একটি সাজানো মানববন্ধন করা হয়েছে। তিনি বলেন, ১০ বছর আগে যখন এ জমিগুলোতে বালু ভরাট করা হয়েছিলো তখন মোশাররফ মেম্বার নিজেও জড়িত ছিলো।
এফআর/অননিউজ