ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাধারণ ও নারী সদস্যদের বহাল রাখার দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে তাদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা কামাল, মাইজপাড়া ইউপি সদস্য তৌকির আহম্মদ, শেখহাটি ইউপি সদস্য আনোয়ার হোসেন, আউড়িয়া ইউপি সদস্য ওসমন গনি, কলোড়া ইউপি সদস্য আশিক বিল্লাহ, শাহাবাদ ইউপি সদস্য হুমায়ুন কবীর, ভদ্রবিলা ইউপি সদস্য মানিক সহ অনেকে।
বক্তারা বলেন, সারাদেশের ইউপি সদস্যরা কোন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করেনি। ইউপি সদস্যরা ভোটারদের ভালবাসায় তাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে। সে কারনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউপি সদস্যদের বহাল রাখার দাবি জানান।
পরে প্রধান উপদেষ্টা বরাবর জেলার প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে সদর উপজেলা ১৩টি ইউনিয়নের নারী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আই/অননিউজ২৪।।