বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনয়ন ফরম জমা দিলেন আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে সয়দাবাদের মুলিবাড়ী এলাকা থেকে শতশত নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ রিয়াস উদ্দিন কাছে।
এর আগে সয়দাবাদের মুলিবাড়ী এলাকা থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে শহরের এস এস রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।এসময় নবীদুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর।
এবিষয়ে নির্বাচন কমিশনের সূত্রে জানান যায়, সোমবার থেকে মঙ্গল বার পর্যন্ত সভাপতি পদে ৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে ও সাধারণ সম্পাদক পদে ৬ জন মনোনয়ন সংগ্রহ করেছে।
এবং আগামী ৪ ফেব্রুয়ারী সয়দাবাদ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।