১৯শ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ এর ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল ৬ টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে দুপুর ১২ টা পর্যন্ত।
অবরোধের খাগড়াছড়িসহ দূরপাল্লার বাস, ট্রাক, বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে খাগড়াছড়ি দীঘিনালা, মারিশ্যা, পানছড়ি, রাঙ্গামাটি সাজেক সহ বিভিন্ন এলাকায় গাছের ঘুরি ফেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করে তাঁরা।
দেখা যায় ইউপিডিএফের অবরোধের সমর্থনে নারীদের শক্ত অবস্থান পালন করছে।
সূত্রে জানা যায় মূলত: আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ এই অবরোধ কর্মসূচি পালন করছে।