নড়াইল সদও উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান জসিম মোল্যার স্ত্রী সফুরা খাতুন বেলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সফুরা খাতুন আনারস প্রতীকে ৫হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকতম প্রতিদ্বন্দী সাবেক চেয়ারম্যান মোঃ জিল্লর রহমান (টেবিল ফ্যান) পেয়েছেন ২হাজার ৭শ ৮০ ভোট। এছাড়া অন্যান্য প্রতিদ্ব›দ্বী মোঃ শাফায়েত কবীর (মটর সাইকেল ) ১হাজার ৭শ ৫০ ভোট, মো: মুকুল শরীফ (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ১শ ৭৪ ভোট এবং শহিদুর রহমান ফরাজী (চশমা) পেয়েছেন ৩৬৯ ভোট। আরেকজন প্রার্থী মোঃ জিল্লুর রহমান (অটোরিক্সা) শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েও ৭৫টি ভোট পেয়েছেন।
শনিবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিলো ১৯ হাজার ৭৬৯ ভোট। এরমধ্যে এ উপনির্বাচনে ১১১৭০ ভোটার ভোট প্রয়োগ করেছেন। এরমধ্যে ১০১টি ভোট বাতিল করা হয়। শতকরা ভোটের হার ৫৭.০১%।
ফলাফল গণনা শেষে সন্ধ্যায় নড়াইল উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমদ আনারস প্রতীকের প্রার্থী সফুরা খাতুন বেলীকে বিজয়ী হিসেবে ঘোষণা দেন।
প্রসঙ্গত ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে জসিম মোল্যা চেয়ারম্যান নির্বাচিত হন। চলকি বছরের ৫ ফেব্রুয়ালী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জসিম মোল্যা মৃত্যুবরণ করেন।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com