ইউপি চেয়ারম্যানের অর্থ আত্মসাত ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ ।।
ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাত, অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যরা।
রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য করেন ইউপি সদস্য একরামুল হক।এ সময় উপস্থিত ছিলেন শায়লা সুলতানা, মো. জামাল উদ্দিন, নায়েব আলী, ইসমত আরা, সুরুজ মিয়াসহ এগারোজন ইউপি সদস্য।
লিখিত বক্তব্যে জানানো হয়- ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান সরকারের দেয়া বিভিন্ন প্রকল্পের প্রায় ৩২ লাখ টাকার ভুয়া ও মিথ্যা ভাউচার রেজ্যুলেশনের মাধ্যমে আত্মসাত করেছেন। তিান দীর্ঘদিন ধরে কোন মাসিক সভা করেন নাই। পরিষদ সদস্যরা বারবার অনুরোধ করলেও তিনি নানা কৌশলে এড়িয়ে যান। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি।
এ বিষয়ে খাগডহর ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা। ষড়যন্তমূলকভাবে তার বিরুদ্ধে এই সকল মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সঠিক তদন্ত হলে অভিযোগগুলো মিথ্যা প্রমানিত হবে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।