কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা বৃহস্পতিবার শেষদিন মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমা দেবার সময় আচরনবিধি লঙ্গন করে মিছিল করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে আচরন বিধি লঙ্গন করায় শশীদল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নজরুল ইসলামকে পাঁচ হাজার টাকা এবং একই অপরাধে সিদলাই ইউনিয়নের সাইফুল ইসলাম আলাউলকেও আচরনবিধি লঙ্গন করে মিছিল করায় পাঁচ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, নির্বাচনে কেউ আচরনবিধি লঙ্গন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
আয়েশা আক্তার/অননিউজ24