ইউপি নির্বাচন ব্রাহ্মণপাড়া ৪ চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ইউপি নির্বাচনে সোমবার যাচাই-বাছাই কার্যক্রমে উপজেলার আটটি ইউনিয়নের ৪ জন চেয়ারম্যান প্রার্থী এবং ৮ জন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
প্রস্তাবকারী ও সমর্থনকারীর অনুপস্থিতি এবং তাদের স্বাক্ষরের সঠিকতা যাচাই করা সম্ভব হয় নাই বিদায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোহাম্মদ হানিফ সরকার, শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এইচ এম গোলাম কিবরিয়া বাংলাদেশ কংগ্রেস এর, শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন স্বতন্ত্র প্রার্থী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঋণ খেলাপি হওয়ায় শিদলাই ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
প্রস্তাবকারি ও সমর্থনকারী অনুপস্থিতি এবং তাদের স্বাক্ষরের সঠিকতা যাচাই করা সম্ভব হয় নাই বিদায় মাধবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী মোঃ কামাল হোসেন, শশীদল ইউনিয়নের মেম্বার প্রার্থী মোঃ বাবুল সরকার, ব্রাহ্মণপাড়া ইউনিয়নের মেম্বার প্রার্থী মোঃ জসিম মিয়া, ব্রাহ্মণপাড়া ইউনিয়নের মেম্বার প্রার্থী মোঃ মহিউদ্দিন, দুলালপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী মোঃ সেলিম মিয়া, দুলালপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী মোজাম্মেল, সাহেবাবাদ ইউনিয়নের মেম্বার প্রার্থী মোঃ এনামুল, এবং ২৫ বছর বয়স পূর্ণ না হওয়ায় চান্দলা ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী সংরক্ষিত ৩,৭,৮,৯ লিমা আক্তার এর মনোনয়ন বাতিল করেন নির্বাচন কমিশন। ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর আপিল, ০৩ ডিসেম্বর থেকে ০৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ০৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ০৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।