এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে নাম লিখিয়েছে নেপাল। আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপে খেলবে দলটি। এদিন কাঠমুন্ডুতে ফাইনাল ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩৩ দশমিক ১ ওভারে মাত্র ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায় সংযুক্ত আরব আমিরাত। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯ দশমিক ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক নেপাল।
ফরহাদ/অননিউজ