রেড নোটিশ জারির পর এবার ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় সংযুক্ত করা হলো রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম।
ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা যায়, বাংলাদেশি মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় থাকা ৬২ জনের পর তার নাম, ছবি ও পরিচয় প্রকাশিত হয়েছে।
৩৫ বছর বয়সী রবিউলের জন্মস্থান বাগেরহাটে। এর আগে ২০১৮ সালে রাজধানীর বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যায় তার জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশ শাখা। বিষয়টি অবহিত হলে রেড নোটিশ জারি করে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি।
এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছিলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রবিউল ইসলাম নিজের নাম, জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট। এ পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দুবাই পাড়ি জমিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি হয়ে ওঠেন ‘আলাদিনের চেরাগ’।
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com