কুমিল্লার দেবীদ্বারে ইফতার কম দেওয়া নিয়ে দুই দফায় দু'পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে। গত সোমবার সন্ধায় ভিংলাবাড়ি বাইতুল আমান জামে মাসজিদের সামনে ও রাতে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী তিন-চার জন জানায়, ওই মসজিদে এক শিশুকে ইফতার কম দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটি'কে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়।
পরে আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ওই সয়ম সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে যাওয়া দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক শাহীন আলমকে মারাত্মক আহত করে ও হামলার দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে আব্দুল আলীমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়, পরে ওই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
হামলায় মারাত্মক আহত সাংবাদিক শাহীন আলমসহ অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মসজিদ ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।