নড়াইল প্রতিনিধি
ইবতেদায়ী মাদরাসা সহ সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূল ককরণ ও মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিববার (৫ আগষ্ট) দুপুরে বাংলাদেশ শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার আয়োজনে এ মাববন্ধন অনুষ্ঠিত হয়। নড়াইল-মাগুড়া সড়কের পুরাতন বাসটার্মিনাল এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি কামরুল ইসলাম আনসারী, অধ্যাপক মাওঃ ইয়াকুব ্ধসঢ়;আলী, অধ্যাপক নূরুন্নবী, মাওঃ আবুল হাসান সিদ্দিকী, মোঃ তরিকুল ইসলাম, আব্দুল আহাদ, মোঃ নূরুল্লাহ, মোঃ ওমর ফারুক, আব্বাস আলী, জুবায়ের আহম্মেদ সহ অনেকে।
বক্তারা বলেন, ‘ শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আদর্শ প্রজন্ম গড়তে শিক্ষকদের বড় ধরণের ভূমিকা রয়েছে। অথচ সেই শিক্ষক সমাজ আজ চরম অবহেলিত। সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্য বজায় রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে বলেন, ‘ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্রায় ৪০ বছর ধরে অবহেলিত। নামমাত্র ১৫১৯টি মাদরাসার শিক্ষকরা অনুদান পায়। মানবিক দিক বিবেচনা করে ইবতেদায়ী মাদরাসা সহ সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূল ককরণ ও মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানান।