উত্তর ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রোববারের এ ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে, যা স্থলভাগে কম্পন ও ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয়।
রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অন্যদিকে একই দিনে তাজিকিস্তানে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১৬০ কিলোমিটার গভীরে
সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪