ইরান ও পাকিস্তান একে অপরের ভূখণ্ডে বিমান হামলা চালানোর ঘটনায় জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খবর এএফপি’র।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘ইরান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক হামলার ঘটনায় অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই হামলায় উভয় দেশে হতাহতের ঘটনা ঘটেছে।’
দুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব উত্তেজনা বৃদ্ধি এড়াতে উভয় দেশকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
সূত্র : একুশে টেলিভিশন
এফআর/অননিউজ